Header Ads

সালমান খানের যেসব সিনেমা ‘সুপার ফ্লপ

বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে সালমান খানের জায়গাটা একটু উপরের দিকে। তার আর নতুন কি। তার অভিনিত অধিকাংশ সিনেমাই হিট। তবে সুপার ফ্লপের তালিকাও রয়েছে চোখে পড়ার মতো।
কোটি কোটি টাকা খরচ করে পরিচালকরা সিনেমা তৈরি করেছেন। কিন্তু বক্স অফিসে তার কোন দাম ছিলো না। দাবাং বয় খ্যাত এই সুপারস্টারদের এমন কিছু সিনেমা রয়েছে যেগুলো একদমই সুপার ফ্লপ। শুধু তাই নয় অনেকেই এর নামই শোনেন নি।
সালমান অভিনীত সুপারফ্লপ সিনেমার তালিকা:
হ্যালো ব্রাদার: রানি মুখার্জি ও ভাই আরবাজ খানের সঙ্গে অভিনীত এই সিনেমাটি সালমানের সেরা ফ্লপ সিনেমার তালিকায় অবশ্যই থাকবে।
হিরোস: জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্তার সঙ্গে অভিনীত এই সিনেমাটিতে অনেক তারকা থাকলেও ছবির নামই অনেকের মনে নেই। যা বক্স অফিসে সুপার ফ্লপ বললেও ভুল হবে।
গড তুসসি গ্রেট হো: এই সিনেমা একটি হলিউড সিনেমাকে সামনে রেখে তৈরি। হলিউড সিনেমাটি সাফল্য পেলেও সল্লু মিয়ার এই সিনেমাটি মুখ থুবরে পড়ে আছে।
ম্যায় অউর মিসেস খান্না: সালমানের সিনেমা হিট হোক বা ফ্লপ, সবসময় বিনোদনে ভরা থাকে। তবে এই সিনেমাটি ফ্লপ তো ছিলই পাশাপাশি বিরক্তির ছাপও ছিলো বলে দর্শকদের ধারণা।
যুবরাজ: বড় তারকা সমাগম, সালমান-ক্যাটরিনার হিট জোড়ি সত্ত্বেও যুবরাজ সিনেমাটি বক্স অফিসেই ধুলো বালিতে গড়াগড়ি খেয়েছিলো। ছিল।

চল মেরে ভাই: বন্ধু অভিনেতা সঞ্জয় দত্তর সঙ্গে করা নিতিন মনমোহনের পরিচালিত এই সিনেমাটি সালমানের ক্যারিয়ারের অন্যতম ফ্লপ সিনেমা। সঞ্জয় দত্তেরও এটি অন্যতম ফ্লপ সিনেমা হিসাবে গণ্য করা হয়।
কহি পেয়ার না হো যায়ে: এই সময়ে খ্যাতির শীর্ষে এসে গিয়েছেন সালমান খান। তা সত্ত্বেও রানি মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনীত এই সিনেমাটি বক্স অফিস শাসন করতে পারেনি।
ইয়ে হ্যায় জলবা কহো না পেয়ার হ্যায়: সিনেমায় হৃত্বিকের সঙ্গে আমিশা প্যাটেলের জুটি যতোটা জমেছিল, এই সিনেমায় ঠিক ততোটাই ছন্নছাড়া মনে হয়েছে সালমনের সঙ্গে। আর তার ফলস্বরূপ সিনেমাটিও সুপার ফ্লপ করেছে।
দিল নে জিসে আপনা কাহা: ভূমিকা চাওলা ও প্রীতি জিন্টার সঙ্গে অভিনীত এই সিনেমাটিকেও অবশ্যই ভুলে যেতে চাইবেন স্বয়ং সালমানও।
বাবুল: সিনেমাটি খুব একটা খারাপ না হলেও বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল। যেটুকু সময় সালমানকে দেখানো হয়েছে, সেই সময়টুকু বাদে বাকি সময়ের বহু দৃশ্য বেশ বিরক্তিকর।
জান-ই-মন:  সাজিদ নাদিয়াদ ওয়ালার পরিচালিত এই সিনেমাটি অক্ষয় কুমার ও সালমানের জীবনের অন্যতম সুপারফ্লপ সিনেমা।
শাদি করকে ফস গয়া ইয়ার: এই সিনেমাটি ফ্লপ হওয়ার পর সালমান সম্ভবত এটাই বলেছিলেন, ‘ইয়ে মুভি করকে ফস গয়া ইয়ার’!
মারিগোল্ড: এই সিনেমায় হলিউড অভিনেত্রী আলি লার্টারের সঙ্গে জুটি বেঁধেছিলেন সালমান। পরিচালক উইলার্ড ক্যারল চেয়েছিলেন হলিউড ও বলিউডের মধ্যে এই সিনেমার মাধ্যমে একটি সেতুবন্ধন করতে। তা পেরেছিলেন কিনা সেটা তর্কের বিষয়, তবে সিনেমাটিকে হিট করাতে পারেননি।

কোন মন্তব্য নেই

Thanks for your comment !

Blogger দ্বারা পরিচালিত.