[PC Update] বাংলালিংক ফ্রি নেট! দিন-রাত ২৪ ঘন্টা @ ফুল স্পিড!
আসসালামুআলাইকুম
আগের দেখানো নিয়মে এন্ড্রয়েড সেটে বাংলালিংক
ফ্রি নেট একটিভ করে নিন। তারপর নিচের ধাপগুলো
অনুসরণ করুন:
> প্রথমে আপনার পিসির জন্য পিডিএ নেট সফটওয়্যার টি
ডাউনলোড করে নিন >>> এই লিংক থেকে ডাউনলোড
করে নিন এবার দেখুন আপনার সেটে একটি এপপ ইন্সটল
করা হয়েছে। সেটিকে আনইন্সটল দিন।

পিডিএ নেট এপপ টি ডাউনলোড করে নিন এই লিংক
থেকে
> মোবাইলে পিডিএ নেট এপপটি চালু করুন।
> এখানে কয়েকটি অপশন আছে।
USB Tether অপশনে ক্লিক করুন যদি আপনি ক্যাবল দিয়ে
পিসিতে নেট ব্যবহার করতে চান অথবা Bluetooth Server
অপশনে ক্লিক করুন যদি বুটুথ দিয়ে নেট চালাতে চান
কিংবা ওয়াইফাই দিয়ে আপনার বাসার যাবতীয়
ডিভাইসগুলোকে চালানো জন্য Activate WiFi Hotspot
অপশনে ক্লিক করুন।

পিসি এপপ এ গিয়ে Connect Internet (USB) অপশনে ক্লিক
করলেই এন্ড্রয়েড এর ক্যাবলের মাধ্যমে আপনার
পিসিতে বাংলালিংকের ফ্রি নেট চালু হয়ে যাবে। এই
পদ্ধতিতে পিসিতে আলাদা করে কোনো প্রকার প্রক্সি
সেটিং করতে হয় না। তো, এই পদ্ধতিতে ফুল স্পিডে ফ্রি
নেট চালাতে থাকুন।
কিছু কথা:
> প্রথম বার psiphone এপপ দিয়ে কানেক্ট করতে ২ থেকে
৩ মিনিট সময় লাগতে পারে
> কিছু কিছু নন রুটেট সেটে psiphone সার্ভারটি ১০
মেগাবাইট পর পর ডিসকানেক্ট হতে পারে, এরকম হলে
মোবাইলের ডাটা কানেক্টশন একবার অন-অফ করে নিন
> এই পদ্ধতিতে ফাইল আপলোড হবে না, আপনি
ব্রাউজিং ও ডাউনলোড করতে পারবেন।
> আর psiphone এপপ ব্যবহারের কারণে আপনার লোকেশন
পরিবর্তন হয়ে যায়, তাই পিসিতে ব্যবহারের সময় অনুগ্রহ
করে ইউটিউব, ফেসবুক ও ইমেইল একাউন্টে লগ ইন করবেন
না! না হলে একাউন্ট লক হয়ে যেতে পারে!
> তবে মোবাইলে এই ঝুঁকি নেই, মোবাইলে নিশ্চিন্তে
ফেসবুক ইউটিউব সহ সকল কিছুই চালাতে থাকুন।
> রাত ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ফুল স্পিড পাবেন,
বাকি সময় স্পিড কমে যেতে পারে।
তো আজ এ পর্যন্ত ই, আর হ্যাঁ আমি এই টিউন করা পর্যন্ত
এই পদ্ধতিটি চালু রয়েছে, পরে এই পদ্ধতি বন্ধ হয়ে যেতে
পারে যার কোনো গ্যারান্টি নেই, তাই ২/৩ দিন পর যদি
এই পদ্ধতি বন্ধ হয়ে যায় তাহলে আমাকে এই বলে গালি
দিয়েন না ফাউল টিউন করা হয়েছে! লুল!
ধন্যবাদ সবাইকে।
|| Fast Download From Below ||
কোন মন্তব্য নেই
Thanks for your comment !