যে কারণে পূর্ণিমাকে সন্দেহ করছেন স্বামী! জানলে অবাক হবেন

দাম্পত্য জীবনে কিছুটা অসুখী পূর্ণিমা। স্বামী অহেতুক সন্দেহ করছে তাকে। একদিন আয়নায় তাকিয়ে চুল ঠিক করছেন পূর্ণিমা। পেছনে স্বামী দাঁড়িয়ে, বোঝা যাচ্ছে কিছু একটা বলতে চান তিনি। স্বামীর দিকে এক পলক তাকিয়ে আবার চুল ঠিক করায় ব্যস্ত পূর্ণিমা। শান্ত গলায় জিজ্ঞেস করলেন, ‘কিছু বলবে?’
পাশেই খাটে বসা উত্তেজিত কণ্ঠে স্বামী বললেন, ‘হ্যাঁ, বলতেই এসেছি। তুমি কেন এমন করো আমার সঙ্গে? তুমি আমার কাছ থেকে কেন দূরে সরে যাচ্ছো? তুমি কী চাও?’
আধুনিক দম্পত্তিদের মাঝের সমস্যা ও সন্দেহপ্রবণতাকে কেন্দ্র করে রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত হচ্ছে নাটক ‘দেয়ালের ওপারে’। এখানেই স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পূর্ণিমা ও অভিনেতা ইন্তেখাব দিনারকে। পূর্ণিমা ও দিনারের সঙ্গে আরও আছেন ফারহান আহমেদ জোভান।
গত বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে গুলশানের নিকেতনের ৬ নম্বর রোডের একটি শুটিং বাড়িতে পরিচালক রনি নাটকের দৃশ্যধারনের কাজ শুরু করেন। প্রথমে দেখা যায়, পূর্নিমা ও দিনারকে নাটকের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন রনি।
এরপরই দেখা যায়, দিনারের কথায় পূর্ণিমা অবাক হয়ে যায়! এমন সময় বেজে উঠলো তার ফোন। দিনার এবার পুরোপুরি চটে গেলেন। ‘কার ফোন এসেছে? ফোন রিসিভ করে আমার সামনে কথা বলো।
নাটকটি প্রসঙ্গে পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘আশপাশে অনেক দম্পতির মধ্যে অহেতুক সন্দেহ কাজ করে। এই বিষয়টি নাটকে প্রাধাণ্য দেওয়া হয়েছে। পরিকল্পনা ছিলো এমন গল্প নিয়ে কাজ করার। এবার সুযোগ এসেছে।’
জানা যায়, আসছে ঈদ-উল-আজাহায় বাংলাভিশনে প্রচারিত হবে ‘দেয়ালের ওপারে’ নাটকটি।
উল্লেখ্য, এই ঈদে আরো কয়েকটি নাটকে কাজ করেছেন নায়িকা পূর্ণিমা। তাকে দর্শকরা এবার বিভিন্ন চরিত্রে দেখতে পাবে।
কোন মন্তব্য নেই
Thanks for your comment !