Facebook এ আপনার লুকানো মেসেজ ফোল্ডার
![]() | im ![]() From: BD ![]() | PM ![]() |
লুকানো মেসেজ ফোল্ডার ফেসবুকের মূল উদ্দেশ্য বহু মানুষের সঙ্গে যোগাযোগ করা হলেও সব মেসেজ যে আপনি হাতেই পেয়ে যাবেন, এমন কোনো কথা নেই। কিছু মেসেজ একটি স্পেশাল ফোল্ডারে গোপন অবস্থায় থাকে। যারা আপনার বন্ধু তালিকায় নেই তাদের মেসেজগুলো এ ফোল্ডারে চলে যায়। ফেসবুক এগুলোকে স্প্যাম মেসেজ হিসেবে বিবেচনা করে।
স্মার্টফোন বা ট্যাবে মেসেঞ্জার অ্যাপে এ ফোল্ডারটি থাকে। এটি খুঁজে বের করার জন্য নিচের ডান পাশ থেকে Me আইকনটিতে ট্যাপ করুন। এরপর Message Requests সিলেক্ট করুন। সেখান থেকে See filtered requests-এ যান। সেখানেই আপনি পেয়ে যাবেন লুকানো মেসেজগুলো।
স্মার্টফোন বা ট্যাবে মেসেঞ্জার অ্যাপে এ ফোল্ডারটি থাকে। এটি খুঁজে বের করার জন্য নিচের ডান পাশ থেকে Me আইকনটিতে ট্যাপ করুন। এরপর Message Requests সিলেক্ট করুন। সেখান থেকে See filtered requests-এ যান। সেখানেই আপনি পেয়ে যাবেন লুকানো মেসেজগুলো।
_____________________________________________________________________________
Thanks |
কোন মন্তব্য নেই
Thanks for your comment !