Header Ads

অপরিচত নাম্বারের নাম, ঠিকানা, ছবি এক নিমেষেই জেনে নিন সম্পুর্ণ ফ্রি একটি এপস থেকে

অপরিচত নাম্বারের নাম, ঠিকানা, ছবি এক নিমেষেই জেনে নিন সম্পুর্ণ ফ্রি একটি এপস থেকে

আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন টিউনের টাইটেল দেখে।কিন্তু আমি আজকে আপনাদের জন্যে নিয়ে আসলাম এমন ১ টি মোবাইল এপস যেটি দিয়ে আপনারা সহজেই যেকোন নাম্বার থেকে আসা কলের সমস্ত বায়োডাটা বের করতে পারবেন। অনেক সময় আমাদের নাম্বারে  অপরিচিত নাম্বার থেকে কল আসে কিন্তু আমরা বুঝতে পারি না যে কে আমাকে কল দিয়েছে। তাই আজকে এমন একটি এপস নিয়ে আসলাম যেটি দিয়ে আপনারা সহজেই কলদাতার সমস্ত বায়োডাটা পেয়ে যাবেন।
যেকোন নাম্বার কোন দেশের এবং এই নাম্বারটি অন্য কাউকে ডিস্টার্ব করেছে কি না, তাও দেখে নিতে পারেন নিমেষেই।এমনকি এই নাম্বার টি কাকে কতোবার কল করেছিলো, কখন কল করেছিলো, এবং তাদের কি কথোপকথন হয়েছিলো সেটিও দেখা যাবে। পাশাপাশি কল গ্রহণকারী ব্যক্তির মতামত পেয়ে যাবেন। আর এ সবই এই “রিয়াল কলার ইনফো” এপসের মাধ্যমেই জানা সম্ভব।
এটি ইন্সটল করার পর এর ডায়াল প্যাড আপনাকে মুগ্ধ করবে। এটি সয়ংক্রিয়ভাবে যেকোন অপরিচিত নাম্বারের কল হিস্ট্রি বের করে। তাই ভুয়া নাম্বার থেকে কল এলেই আপনি খুব সহজে তা চেক করে নিতে পারবেন। এর আরও সুবিধা হলো কলার নাম্বারটি সার্চ দিয়ে কলার কোথায় থাকে, অন্য কোন ওয়েবসাইটে তার কোন একাউন্ট আছে কি না তা নিমিষেই বের করে দিতে পারে। তাই আমার মনেহয় আপনি আর দেরি করতে চাইবেন না এই এপসটি ডাউনলোড করার জন্য। এটি সত্যিই আপনার খুব কাজে দেবে।

কোন মন্তব্য নেই

Thanks for your comment !

Blogger দ্বারা পরিচালিত.