এ পদ্ধতিটি খুবই সহজ। এ জন্য আপনার ফেসবুক পেজের ওপরে ডান পাশের তালা চিহ্নটির পাশের ডাউন অ্যারোতে ক্লিক করুন। এরপর “Privacy Shortcuts” থেকে “See more settings”-এ যান। . সেখানে একেবারে নিচে পাবেন “Privacy Settings and Tools.” এ পেজের বাম পাশে “Ads” থেকে “Facebook Ads”-এ যান। সেখানে “Ads based on my preferences” থেকে “Visit Ad Preferences”-এ যান। এখানে প্রত্যেক ক্যাটেগরিতেই বাম পাশে একটি তীর চিহ্ন পাবেন। . সে চিহ্ন থেকে আপনার পছন্দনীয় বিষয়গুলো সিলেক্ট করে দিন। কোনো বিষয় আপনি বাদ দিতে চাইলে তার ওপর মাউস নিন এবং এরপর ডান পাশের ক্রস চিহ্ন দিয়ে তা বন্ধ করে দিন।
কোন মন্তব্য নেই
Thanks for your comment !