Header Ads

২০১৬ সালেই ধ্বংস হবে পৃথিবী! কিন্ত কেন ?

২০১৬ সালেই ধ্বংস হবে পৃথিবী! কিন্ত কেন ?

বিশ্ব উষ্ণায়নের চাপেই নাকি পৃথিবী ধ্বংস হবে বলে মনে করছেন বৈজ্ঞানিকরা। কিন্তু জানেন কী আজ থেকে ৫০০ বছর আগেই ফরাসি জ্যোতির্বিদ মাইকেল দি নোতরদাম, ওরফে নস্ত্রাদামস, ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন‌ তাঁর আশ্চর্য ভবিষ্যৎবাণীর জন্য। ‘দি প্রফেসিস’ নামে একটি বইতে তার লেখা রহস্যে ঘেরা ভবিষ্যৎ বার্তাগুলোর অনেকগুলিই ইতিমধ্যেই সত্যি বলে প্রমাণিত হয়েছে। খবর-কলকাতা২৪ 
১৯৩০সালের পর থেকে হিটলারের উত্থান, আমেরিকার কেনেডি-ভাইদের নিহত হওয়ার ঘটনা, নেপোলিয়নের পরাজয়, এমনকী ৯/১১-এ আমেরিকায় সন্ত্রাসবাদী হামলা, সবটাই তিনি রহস্যময় ভাষায় বলে গিয়েছিলেন সেই ৫০০ বছর আগে।
২০১৬ সালের আশপাশের সময়ে কী ঘটতে চলেছে, সে সম্পর্কেও একটি ভবিষ্যত্‍ বার্তা দিয়ে গিয়েছিলেন তিনি। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কী বলে গিয়েছিলেন এই জ্যোতির্বিদ।

কোন মন্তব্য নেই

Thanks for your comment !

Blogger দ্বারা পরিচালিত.