Header Ads

তুরস্কের ঘটনা শুনে সিদ্ধান্ত পাল্টালেন কোটি ভক্তের প্রিয় মুখ মেসি!!

তুরস্কের ঘটনা শুনে সিদ্ধান্ত পাল্টালেন কোটি ভক্তের প্রিয় মুখ মেসি!!

তুরস্কের ক্ষমতা দখল করার জন্য চেষ্টা চালায় দেশটির সেনাবাহিনী। এখন পর্যন্ত পাওয়া খবরে ৬০ জনের মৃত্যু হয়েছে এই ঘটণায়। এই ঘটণা শুনেছেন লিওনেল মেসি। তুরস্কের ঘটণা শুনে সিদ্ধান্ত পাল্টালেন কোটি ভক্তের প্রিয় মুখ মেসি। মেসির নতুন সিদ্ধান্ত আক্ষেপ সৃষ্টি করবে অনেকের। কয়েকদিন আগে বার্সেলোনার সাবেক ফুটবলার স্যামুয়েল ইতোর আয়োজনে চ্যারিটি ম্যাচ খেলতে তুরস্ক সফরের কথা ছিল আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির। তবে তুরস্কের বর্তমান সরকারকে  হটিয়ে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টার কারণে দেশটিতে সফর বাতিল করেছেন লিওনেল মেসি।বার্সার নিজস্ব টুইটারে এক বিবৃতিতে জানানো হয় এফসি বার্সেলোনার ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা ও লিও মেসিদের ইতোর আয়োজনে একটি প্রীতি ম্যাচ খেলতে তুরস্কে যাওয়ার কথা ছিল।
আরও জানানো হয়, বার্সা ফুটবলার আরদা তুরান, সাবেক কার্লোস পুয়েল, ডেকো ও এরিক আবিদাল ও সাবেক ডিরেক্টর আলেহান্দ্র এচেভারিয়া তুর্কিতে রয়েছে। তাদের কোনো সমস্যা হয়নি বলেও জানানো হয় টুইটারে।

কোন মন্তব্য নেই

Thanks for your comment !

Blogger দ্বারা পরিচালিত.