সবার সামনে নায়িকার কাপড় টেনে খুলে নগ্ন করায় পুলিশে মামলা (ভিডিওসহ)

ডেস্ক : শ্যুটিং তখন জোরকদমে। লাইট-ক্যামেরা-অ্যাকশনে খটাখট ক্ল্যাপস্টিকের আওয়াজ। আচমকাই সকলের সামনে নায়িকার কাপড় টেনে খুলে দেওয়া হল। অবাক নায়িকা স্নেহাজিতের প্রশ্ন এই সিকোয়েন্সে এমন নগ্নতার দৃশ্য তো ছিল না। কিন্তু, পরিচালকের দাবি এই নগ্নতার দৃশ্য ছিল। এই নিয়ে শ্যুটিং স্পটেই তর্ক-বিতর্ক। চাঞ্চল্যকর এই ঘটনা কেরলের থোডুপুঝায়। যে ছবির শ্যুটিং চলছিল তার নাম ‘দাইভাম সাক্ষী’। ত্রিসূরে বাড়ি স্নেহাজিত এই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যথেষঅটই উত্তেজিত ছিলেন। তাঁর অভিযোগ, যখন চিত্রনাট্য শোনানো হয়েছিল তাতে শাড়ি খুলে নেওয়ার কোনও দৃশ্যই ছিল না। চিত্রনাট্যে এমন দৃশ্যের কথা থাকলে অভিনয়ই করতেন না বলে দাবি স্নেহাজিতের। থোডুপুঝা থানায় পরিচালকের নামে অভিযোগ দায়েরও করেছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ভিডিওতে দেখুন যেভাবে নায়িকার কাপড় টেনে খুলে ফেলা হয়
1
Download: Download this Video 360p.mp4
কোন মন্তব্য নেই
Thanks for your comment !