Header Ads

বুক কেপে উঠবে! মুস্তাফিজের কাছ থেকে যা শিখে ফেলছেন নেহেরা!




ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের প্রথম আসরে শুরু থেকে ঝলক দেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান। প্রতিটি ম্যাচে ব্যাটসম্যানদের পরিচালনা চলছে একই ধারায়। তার বোলিংয়ের গতিপ্রকৃতি বুঝে উঠে পারচ্ছে না কোনো ব্যাটসম্যান।মুস্তাফিজ বোলিং মায়াজালে একের পর এক প্রতিপক্ষ ব্যাটসম্যানকে নাকানি চুবানি খেলেই চলেছে। প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলছে গিয়ে শীর্ষে উঠার পথে রয়েছেন সাতক্ষীরার এই পেসার।
 চলতি আইপিএলে ৯ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে মিচেল ম্যাকক্লেগানের ঠিক পরেই রয়েছেন এই ক্রিকেটবিশ্বে ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজ। মিচেল ম্যাকক্লেগানের শিকারে রয়েছে ১৪ উইকেট।
আর মুস্তাফিজের ১৩টি। তবে মুস্তাফিজকে যে দলে পেয়ে রীতিমত উচ্ছ্বাস প্রকাশ করে বেড়াচ্ছে সতীর্থরা তা বলার অপেক্ষা রাখেননি কেউ।
আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ফাস্ট বোলার আশীষ নেহরা সোজাসুজি জানিয়ে দিলেন যে, মুস্তাফিজের কাছ থেকে বল গ্রিপ করা শিখছেন তিনি।
ম্যাচ সেরার পুরষ্কার নেয়ার সময় নেহরা বলেন, ‘প্রত্যেকেই জানেন, মুস্তাফিজ কি করতে পারে। কেউ তাকে বুঝতে পারছেনা। এমনকি আগামী কয়েক সপ্তাহেও তাকে পারবেনা। স্রানও অনেক ভালো বোলার। আমি মুস্তাফিজের কাছ থেকে শিখছি কিভাবে বল গ্রিপ করতে হয়।

কোন মন্তব্য নেই

Thanks for your comment !

Blogger দ্বারা পরিচালিত.