Header Ads

ব্রেকিং নিউজ ! সব থেকে বড় খবর,, বিয়ে করছেন সালমান ! পাত্রী কে ?




বলিউড সুলতান সালমান খান কবে বিয়ে করবেন? এ নিয়ে ঘুম হারাম বলিউডের। এরমধ্যে নতুন করে আবার খবরে এলেন তিনি। ১০০ কোটি ক্লাবের একচ্ছত্র ‘সুলতান’। তিনি খবরে থাকবেন না তো কে থাকবে? শুক্রবার সকাল থেকেই বলিউড মেতে গিয়েছে সালমান খানকে নিয়ে। এবং সেটাই স্বাভাবিক।মজাই বলা যায়, বলিউডের ‘জাতীয় চিন্তা’নাকি একটাই, কবে বিয়ে
করবেন সালমান খান। এবার বোধহয় এই ভারতবাসীকে চিন্তার নয়া উপাদান খুঁজে বের করতে হবে। এবং সেটাও খুব শিগগিরই।এখনও দেশের ‘মোস্ট এলিজিব্‌ল ব্যাচেলর’-এর নাম সালমান খান। গত ডিসেম্বরেই ৫০ পেরিয়েছেন। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষেই সালমান খান তার ‘ব্যাচেলরহুড’-কে গুডবাই জানাতে চলেছেন।এবারে প্রশ্ন হল, পাত্রী কে? বিদেশিনী লুলিয়া ভান্তুরের প্রেমে মন নাকি অনেক দিন ধরেই হাবুডুবু খাচ্ছেন। ‘সুলতান’-এর সেট থেকে শুরু করে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস, লুলিয়াকে সালমানের সঙ্গে দেখা যাচ্ছে প্রায় সর্বত্র। শুধু তা-ই নয়, দুবাইয়ে একটি গ্রহরত্নের দোকানে দু’জনকে দেখা গিয়েছে। সব মিলিয়ে লুলিয়াকে ঘিরেই জল্পনা বেশি হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thanks for your comment !

Blogger দ্বারা পরিচালিত.