ফেসবুকে যা যা থাকতে পারে সুন্দরী মেয়ের
একটা সুন্দরী মেয়ের ফেসবুকে কি কি থাকতে পারে।
অসংখ্য সেলফি …
অনেক জায়গার চেক ইন …
ঘুম আসে না, তোমাকে মনে পড়ে টাইপের চিরাচরিত বিরক্তিকর স্ট্যাটাস !!
অসংখ্য সেলফি …
অনেক জায়গার চেক ইন …
ঘুম আসে না, তোমাকে মনে পড়ে টাইপের চিরাচরিত বিরক্তিকর স্ট্যাটাস !!
…হুম …মোটামুটি এই জিনিসগুলাই থাকে । আজ পর্যন্ত তাই দেখে এসেছি । ব্যাতিক্রম খুব কম পেয়েছি । বলার মতো নয় ।
…সুন্দরী মেয়েদের কিংবা তথাকথিত ফর্সা মেয়েদের জীবনটা একটু অন্যরকমই হয়। শত শত ছেলের প্রপোজাল… তোমার জন্য এই করতে পারি, সেই করতে পারি টাইপের কথা গুলো শুনতে শুনতে বিরক্ত !!
…অথচ অপেক্ষাকৃত কম সুন্দরী একটা মেয়ের জীবন দেখেন। তার বাস্তব লাইফ থেকে শুরু করে ফেসবুকের সামাজিক লাইফটাও কেমন জানি ফাঁকা ফাঁকা !!
…ফেসবুকে এতো পিক নাই …
বন্ধুদের সাথে এতো চেক ইন নাই …
অনেকগুলা প্রপোজাল নাই
কোন যন্ত্রণা নাই ।
বন্ধুদের সাথে এতো চেক ইন নাই …
অনেকগুলা প্রপোজাল নাই
কোন যন্ত্রণা নাই ।
এই যন্ত্রণা বিহীন লাইফটাই তাদের সব থেকে বড় যন্ত্রণা !!
মা বাবার চিন্তা, মেয়েটা তো কালো !! ভালো ঘরে বিয়ে হবে তো ??
ভালো একটা পাত্র পাবে তো !!
মা বাবার চিন্তা, মেয়েটা তো কালো !! ভালো ঘরে বিয়ে হবে তো ??
ভালো একটা পাত্র পাবে তো !!
…আমার কেন জানি মনে হয় কৃষ্ণ মেয়েদের ফর্সা ছেলেদের প্রতি একটা আলাদা দুর্বলতা থাকে। আমার এক কৃষ্ণ বান্ধবীকে প্রায়ই বলতে শুনতাম, আমার বর হবে খুব ফর্সা আর ইনোসেন্ট !!
…প্রতিটা কালো মেয়েরই একটা করে সুন্দরী বান্ধবী থাকে এবং সেটা যেন তেন সুন্দরী নয়। মারদাঙ্গা সুন্দরী !!

সেই কালো মেয়েটা মারদাঙ্গা সুন্দরীর সাথেই সাথেই থাকে। তখন সুন্দরীকে আরো বেশি সুন্দরী মনে হয়।
…আমার একটা কুসংস্কার আছে। সেটা হচ্ছে, আমি মনে করি কালো মেয়েরা পড়াশুনায় খুব ভালো হয়। কারণটা সম্ভবত এই যে আজ পর্যন্ত কোন কালো মেয়েকে খারাপ স্টুডেন্ট হইতে দেখি নাই। সবাই সেই লেভেলের স্টুডেন্ট। এমনকি আমার বান্ধবীটাও !!
…তবে একটা কথা সত্যি !!
ভালোবাসাটা কিন্তু গায়ের রঙ দিয়ে হয় না। আমি /আপনি যতোই গায়ের রঙ খুঁজি না কেন, এডিট করা ফেসবুক পিকের উপর যতো ক্রাশই খাই না কেন, দিন শেষে প্রতিটা ছেলেই চায় তার প্রেয়সী শুধু তাকেই ভালবাসুক। হোক ফর্সা কিংবা কালো !!
ভালোবাসাটা কিন্তু গায়ের রঙ দিয়ে হয় না। আমি /আপনি যতোই গায়ের রঙ খুঁজি না কেন, এডিট করা ফেসবুক পিকের উপর যতো ক্রাশই খাই না কেন, দিন শেষে প্রতিটা ছেলেই চায় তার প্রেয়সী শুধু তাকেই ভালবাসুক। হোক ফর্সা কিংবা কালো !!
…রাতের বেলা প্রচণ্ড আবেগে ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে যদি বুঝতে পারেন তার মধ্যে আপনার জন্য ভালোবাসা নাই তাহলে সেই সুন্দরটা চোখে আর সুন্দর লাগবে না।
…কখনোই না !! …

কোন মন্তব্য নেই
Thanks for your comment !