কখনো চোখের জল – জয় গোস্বামী
কখনো চোখেরজল – জয়গোস্বামী
কখনো চোখেরজল ফেলতেনেই ভাতেরথালায়
তাহলে সে-জল গিয়েশ্রীভগবানের হাতে পড়ে
হাতে ফোস্কা পড়ে যায়, তিনিও তো খেতে বসেছেন
তাঁর সেদিন খাওয়া হয় না। তিন দিন হাতে ব্যথা থাকে।
শ্রমভাগ্যে যা এসেছে দুমুঠো চারমুঠো তাতে খুশি থাকতে হয়
খুশি যদি না-ও থাকি তবুও ভাতের সামনে বসে
অন্তত ভাতের সামনে বসে আর অভিযোগ করতে নেই তাঁকে
এ কথাটা কতবার, কতভাবে বলেছি, তোমাকে?
তুমি তাশোনোনি আরআমিও শুনিনা-দিনযায় ….
খেতে বসি, দায়ী করি, দোষ ধরিপরস্পর, অশ্রুপড়ে
ভাতের থালায়
কোন মন্তব্য নেই
Thanks for your comment !